বাচ্চাসহ ভাবনাতে চতুর শিয়াল
লোকালয়ে উঁকি মারে দেখে লাঠিয়াল।
মুগুর পিটুনি শুরু গন্তব্যে যখন
পন্ডিত ভাবে নিজেকে এমন জীবন!
বাচ্চাদের অভিমত চোখে জল মাখা
কাঁদে শিয়াল বিরহে চিত্রকল্পে আঁকা।
ক্ষুধার্ত আত্মায় ঘুরে খুজে অধীনতা
অসমর্থ হয়ে ফিরে নিয়ে কঠোরতা।
ধূর্ত পন্ডিত ভেবেছে নিজেকে মহান
একটা দুইটা বাচ্চা নিয়ে কেন অপমান?
ভক্তিভরে মুখে ডাক ভীষণ মধুর
সহসায় লজ্জাহীন চিত্তে বাহাদুর।
নিজেকে লুকায়! আর কত লাঞ্ছনায়?
মিস্টি সাদের আঙ্গুর টক ভাবনায়!