পরমাত্মা সৃজিলেন বসে নিরাকার
ষড় রিপুর দেহতে সুপ্ত প্রতিভার।
মানুষ হতে মানুষ করিলেন সৃষ্টি
দেহভরে আত্মাগুলো গূঢ় কল্পদৃষ্টি।
বিবেকের জ্ঞান দিয়ে পৃথিবীতে জয়
মোহমায়া মূল্যহীন আবেগের ক্ষয়।
জীবাত্মার নিত্যধর্ম ইশ্বরের প্রতি
সাধনায় সত্য আত্মা হয় অভিরতি।
মরণ নয় আত্মার! অদৃশ্যে জীবিত
বিবেকের অদেখায় করে প্রভাবিত।
জন্মমৃত্যু ধরামাঝে সত্যের সন্ধান
আত্মা সব ব্যর্থতায় নিয়ে প্রতিদান।
নিভৃত চেতনা ভরা মিথ্যার ছলনা
সত্যের আত্মা কোথায়? রইলো অজানা।