অজানায় মনোরঙ পরশ তোমার
হৃদয়টা অনুভবে ব্যাকুল বিস্ময়!
প্রতিবার বিষন্নতা বেধেছে সময়
আঁধারের স্বপ্নখানি নিরব আমার।
গোপনে সাজাও সুখ কল্পনা অভাগী
ঝড়ানো মোহতে প্রীতি ভুলতে চাহিনী।
পাথুরে শুন্যতা মন রয়েছো একাকী
নিজেই নিরব আর প্রত্যাশা রাখিনি।
সহসা ব্যার্থতায় নহে মন পিয়াসী
তৃষ্ণা জুড়ায়েছে তব মিলনের স্মৃতি।
বিস্ময় হয়! নিজেই ভাবি অগোচরে
রয়েছে অন্তরে ঋণ! আবেগে ঝড়িয়ে।
তোমার দীপ্ত যৌবন! তপ্ত দাহ আর
শিশিরে পুষ্পবৃষ্টি ছিল সে অভিসার।