সেদিন গোধুলী ক্ষণ নির্জন মনন!
মনে পরে অকাতরে ভাবি আনমন
রূপ দেখে শিহরিত ভরে হৃদয়তা!
বিগলিত হয়ে তব ঝরে অশ্রুফোঁটা।
চাহিনি এমন আমি তারে দেখিবার
পুরাতন প্রেম জাগে নব হয়ে তার।
হৃদ উছলিত করে প্রতিমার রূপে!
অব্যক্ত কথার ছল অন্তরাত্মা পুড়ে।
কেন হলো পরিণয় হৃদয়ের বিষে!
চলে গেছে কতদিন সব হয়ে মিছে।
সেইতো ভালই ছিল অতীতের স্মৃতি
সহসায় ভেসে উঠে অবেলার প্রীতি।
বিরহিয়া কথাগুলো প্রেমগীত বুনে
শূন্য হৃদয় ভরেছে আশার ছলনে।