গোপন বিরহে যদি মন উছলায়!
বৃথা তার অনুরাগ রয় অবেলায়।
হৃদয়ে শীলতা যদি হরষিত হয়!
আসক্তির উষালগ্ন করে অধিশ্রয়।
বিকশিত সাধ যদি ভুল পথ ধরে!
প্রেমহীন আস্থাভাব ছত্রাকার করে।
পিপাসিত মন যদি নিরবদ্য হয়
ভালবাসা প্রতিভাস দূরে পরাজয়।
ভুল করে মনশ্চক্ষু ভাবে সব ফুল
ছায়াময় দিন তবে বৃথায় আকুল।
জীবনের বাসনায় জমা অপরাধ!
প্রার্থনায় একাকীত্ব করে আর্তনাদ।
দ্বিধা দ্বন্ধে দিনমান হৃদ আকুলান!
মুছে যাক নিরানন্দ হই আশাবান।