আমিত্বের মনোরথ সত্যতায় আমি
সৃষ্ট যতো অনুভব নিজ মনে দামী।
নিরাতপ হৃদাসনে হয় যদি আলো
অমর্ত্যর দেবসেবা অন্তর্মনে ভালো।
আমার সত্য প্রতর্ক নেই অধিরূপ
ইচ্ছনীয় কর্মফল পেয়ে থাকি চুপ।
অতীতের দিনমান স্মরণীয় হলে
মিছে নয় মনসাধ নয় অবহেলে।
জন্মের পর মৃত্যুতে প্রতীত সময়
ইচ্ছাশক্তি করে সব নিজ কর্মময়।
সত্য আমার অন্তরে পরমাত্মা বুঝে
অভ্রান্ত হলে হৃদয় অদূষিত খোজে।
অগণিত বাসনারা মনে বাস করে
আমি তার সত্যপ্রিয় হৃদতায় ভরে।