সেদিন জ্বলেনি দীপ নিশি গত হয়
অগোচরে কেঁদেছিল হৃদ ছায়াময়।
শত হাহাকার আর জমা আর্তনাদ!
অশান্ত মনন জুড়ে পুড়েছিলো সাধ।
সমাধি করে রেখেছে মন ভরা ব্যথা
দুটি আঁখি ছলছল ছিলো ব্যাকুলতা।
চলে যায় দিন, মনে পড়ে তার স্মৃতি
ভুলে নাই ফুল মালা হৃদয় আকুতি।
কভু যদি দেখা হয় অজান্তে মনন!
প্রিয় করে নিবে তারে আশাময় ক্ষণ।
পুরানো চিঠির পাতা রয়ে গেছে তার
অশ্রুফোঁটা হয়ে আসে দেখে যতবার।
ধন্য হবে প্রিয়তির ফিরে যদি আসে
স্বপ্নময়ী মন তাই থাকে তার পাশে।