হৃদয়ের পাপ যত জমে অগোচর
কৃপা করো প্রভু তুমি মরণের পর।
অবসরে নিরলস দিন গেল বৃথা
মুছে দেই অবহেলে সব আত্মকথা।
বলিতে পারিনা আমি রুদ্ধকর মনে
অপচয়ে দিন যায় বিমুখের জ্ঞানে।
ব্যকুল মনন! নিত্য মায়া আবির্ভাব
ভাটাময় আরাধনে বেড়ে যায় পাপ।
দুর্গত পিয়াসা কাড়ে চরিত্রের মান
ভ্রান্তির বিমুখে তার পাই প্রতিদান।
ব্যাকুল স্পৃহা গলদে নিত্য প্রবাহিত
ধরণীতে মমতায় থাকি বিমোহিত।
প্রভুর সকাশে চাই সতত করুণা
দুষ্কৃতির সব দ্বার করিও মার্জনা।