আদ্যশক্তি দর্শনীয় অজানা গন্তব্য!
সৃজিল গোপন বেদ হৃদ শোভাভর!
বোধহীন মানুষের না বুঝা অভক্ষ্য।
প্রার্থনায় দ্বেষ ভরে করেছে নির্ভর।
ক্লান্তমন রত করে ভরে আলাপন!
অগোচরে হলে মন রাখে ইর্ষাধীন!
নিকষ কালো ভরা পাথেয় অর্জন।
তার মাঝে বৃথাসুর ধার্মিকতা ঋণ।
বিভ্রান্ত শত প্রয়াস মিছে ছড়াছড়ি!
দোষারুপ অদৃষ্টের তুল্য পুড়া সাদ
যাচনার তুষ্ট মনে শূন্যে একা পাড়ি
সুরালয় ভরে যায় কত যে বিষাদ।
চাহে মুক্তি মন তাই প্রিয় আদিনাথ!
ভুলের তুল্যতা মুছো নয় অভিঘাত।