গোধূলি ল‌গ্নে যখন একাকৃত ভা‌বি!
সযত‌নে ভা‌সে সেই আদ‌রের ছ‌বি।
কল্পকথা ভ‌রে তু‌লে আপনা হৃদয়!
আজ কেন দূ‌রে রে‌খে হ‌ল অসদয়।

নি‌শিথ কা‌টে অ‌নিদ্রা একা দীনহীন!
অতী‌তের ভুলগু‌লো হ‌য়ে যায় ঋণ।
শোকভরা পত্র দে‌খে ঝ‌রে অশ্রুজল
নীল খা‌মে ভরা লিখা সবই বিফল।

আব‌রিত সেই ক্ষণ ভে‌ঙ্গে‌ছি‌লো মন!
আলোহীন ক‌রে গে‌ছে একাকী ভুবন।
আমি তাই পথ হারা চ‌লি একেলায়!
‌ফি‌রে এসে স্ম‌রি তার ভ‌রা যাতনায়।

বিফল জীব‌ন জু‌ড়ে একা অ‌ভিমান!
নেই আজ কিছু তার ক‌রিয়া‌ছি দান।