দৈনতার মনে যদি আসে কুপ্রভাব
হীনতায় পাড়ি দিন মানব স্বভাব।
বৃথা দম্ভ ব্যর্থ জ্ঞান রচে অকারণ
বিত্তহীন পিয়াসায় বিফল জীবন।
স্বার্থ খুঁজে চিরদিন যাতনায় যারা
দুষ্কৃতির অভিপ্রায় ফলহীন তারা।
চরিত্রের ঘৃণ্যভারে সহসা মনন
নেত্রবারি অবিরত ঝরে অকারণ।
কুপ্রভাবে মায়াজাল পরিতাপে দিন
দৈনতায় মূল্যহীন অধোগতি ঋণ।
পরাহত দেহমন হয় নিপীড়ন
অপ্রচুর দাহ ভরে ফিরে অনটন।
জীবনের চেতনায় ভবে জ্যোতিহীন
তার ফল কুপ্রভাব বিচার বিহীন।