যুবক বৃদ্ধা বণিতা সম অভিপ্রায়ে
অজান্তে নেশায় গ্রাস ধ্বংস এগিয়ে।
দেহে যার ইয়াবা মাদক হেরোইন
ললাট তার বিরসে আয়ু অল্প দিন।
গাঁজা সিগারেট যার পরম আত্নীয়
শত ভক্ত থাকে তার রত পূজনীয়।
বিনা লোভে মত্ত রয় কেন মনোরথ?
প্রতিদান পায় বৃথা সীমাহীন পথ।
আগ্রহ বেশি করে মিশে অবলীলায়
কুড়ে খায় ভবিষ্যত রয় অন্তরায়।
প্রতিভার কলেরবে বিষ চিরতরে
তার নাই অবকাশ জীবন আঁধারে।
নেশায় বধ করে শত সুখী বন্ধন
ফিরে আসে ধীরে তার অশ্রু ক্রন্দন।
মর্মশোকে করে তার দেহকে শাষন
বিভ্রান্তের চেতনায় নিজে নির্বাসন।
নেশায় নিমজ্জিত মানব কূলষিত
বিবেক তার ঘুমন্ত পাপে নিষ্পেষিত।
বাঁচতে হলে নিজেকে নেশার মোহতে
যথেষ্ট হয় আত্মশক্তি আগ্রহ চিত্তে।