বাদশাহ আবরাহা অভীপ্সা মনে
ধ্বংস হবে কাবা তার অভিযানে।
সজ্জিত পুলকে আসহাবে ফিল
অম্বরে শোভিত পাখি আবাবীল।
কুঞ্জর বাহিনীর যাত্রায় ধূলিময়
সহসায় অবকাশ সাথে বিস্ময়।
বৃষ্টিসম ঝরায়েছে টুকরো কঙ্কর
বিধ্বস্ত চারুতা দেহতে নিথর।
রক্তঝরা চাতালর গাত্র জ্বালাময়
কৃপা করে অদৃষ্টে ক্ষণিক সময়।
চেষ্টায় বৃথা কৃষানু রয় কলেরব
নিধনতা সৈন্যসহ সাথে গৌরব।
কাবার সৃষ্টিকর্তা মালিক দয়াময়
পবিত্র ঘর রক্ষায় নিজ ইচ্ছাময়।