স্বদেশেতে ভিক্ষা নেই হলো পরবাস
দিনমান অপবাদে মননে সন্ন্যাস।
সহসা ব্যর্থ পান্ডিত্য বিনিদ্রায় রাতি
আঁখি দুটি দ্বারে ঘুরে শ্লেষকরা সাথী।
বিত্তহীন অনুরাগ ফিরে শেষে পায়
কৃপাহীন মমতায় যেন অসহায়।
কল্পিত মননে রোজ করে অন্বেষণ
ব্যর্থ আশার কিনারে থাকে কুলক্ষণ।
এ কি মায়াভরা তার ভিক্ষার ছলনা!
নিন্দনীয় বারবার একদা ফেলনা।
শুন্যহাতে বাড়ি আসে পরদেশী হিয়া
সাধনায় ঘৃণ্যভরা শেষে দেউলিয়া।
ফকিরের কেরামতি নিজ দেশে ফিরে
ভিক্ষা করে নিয়মিত অগোচর ভরে।