‌নিরাশার দোলাচলে দৈনতা যখন
নিষ্ফল আশায় কাঁ‌দে হৃদয় তখন।
অদৃ‌শ্যের কৃপামা‌ঝে রয় হৃদাকাশ
দৃষ্টা‌ন্তে ভাগ‌্য সৃজন নয় অবকাশ।

পাষা‌ণে আহ্লাদ ভরা শত অনুতা‌প
অসময়ে শুরু হয় নিরাশা প্রভা‌ত।
আপন ক‌রে তমসা বৃথায় জনম!
অদৃ‌ষ্টের নিপীড়‌নে বাড়ায় ক্রন্দন।

অনাদ‌রে হয় ব‌্যয় আসে অমা‌নিশা
যন্ত্রণায় বিসর্জন দি‌য়ে যায় আশা।
নি‌বিড় জীবন ভার ক‌রিয়া আপন
নয়ন জল নির্মূল বু‌ঝে উঠে মন।

রাত্রময়ী দিনগু‌লো ‌নিভৃ‌তে ধারণ
হি‌সে‌বের খাতা ভরা অনিষ্টা চারণ।