পার্ট-১ ####
মেঘ বালিকা
বৃষ্টি দিলি তুই আমার চোখে
মেঘ বালিকা
তোরে ভালোবাসি জানে লোকে

তুই মেঘে মেঘে সারা বেলা থাকিস এ বুকে
তুই জেগে জেগে সারা বেলা থাকিস যে সুখে
আমি তোর আঁচলে মুছতে চাই আমার দুটি চোখ
আমি তোর চোখেতে দেখতে চাই আমার অচিন সুখ

মেঘ বালিকা
বৃষ্টি দিলি তুই আমার চোখে
মেঘ বালিকা
তোরে ভালোবাসি জানে লোকে

পার্ট-২ ####

মেঘ বালিকা
বৃষ্টি দিলি তুই আমার চোখে
তোমার ভেতর আমি
আজি করছি বসবাস
আমার ভেতর বসে
তুমি করছো সর্বনাশ

আমি গানের মাঝে দিয়ে চিৎকার
দিচ্ছি তোমায় আজি ধিক্কার
দিচ্ছ গুড়ো গুড়ো করে
আমার জামানো আত্মবিশ্বাস

তোমার ভেতর আমি
আজি করছি বসবাস
আমার ভেতর বসে
তুমি করছো সর্বনাশ