পুষ্পকলি তুমি আনার  কলি,
পুষ্পাঞ্জলি তুমি চাঁদের ফালি!
মহীতে  ঘটে  যদি  পুষ্পাবসান,
তোমার গলে শোভা পাবে পুষ্পভূষণ।

আমার বাগান জানো? পুষ্পে ভরা!
পুষ্পমাসে পুষ্পই আমার বসুন্ধরা।

পুষ্পাবচায়ী দেখতে চায় না হেথা,
        পুষ্পমঞ্জুরির এমন মৌনতা।
তুমি কি বুঝনা মোর অন্তরের ব্যথা?
     ...ওগো কঠিন হৃদয় পুষ্পিতা!

  পুষ্পিকা  দিয়ে  শেষ  করলাম,
  অতি ক্ষুদ্র আমার এই পুস্তিকা।
প্রতি উত্তরের অপেক্ষায় রইলাম,
          হে আমার পুষ্পবাটিকা।

২৮/০২/২০২২
শামসুল উলূম মাদ্রাসা,
             ফরিদপুর।