পারবে তুমি! তুমিও পারবে অনেক কিছু
মন্দ লোকের কথায় কভু মাথা করো না নিচু।
হৃদয়ের আবেগ উচ্ছাসগুলো উল্লেখ করে সব,
জনমনে যাগাও নিজ অন্তরের ব্যাথাকুল যত ভাব।
পাপ কর্মের স্বীকৃতি না হয় নাইবা দিলে তুমি,
জনসমক্ষে শাধুবেশ ধরে কাঁপিয়ে চলো ভূমি।
চাঁদের মতো হারিয়ে যাওয়া মানুষের স্বভাব নাকো,
দিবাকরের ন্যয় মাথা উঁচিয়ে চিরদিন বেঁচে থাকো।
ভান ধরে চলো অপরাজিতার,
পথ যদিও হয় কঙ্করময় ধু ধু বালির চর।
কান্ডারি তুমি শক্ত হাতে হাল ধরো এ জাতির,
যদিও তোমার জীবনের গতি ক্রমেই হয় স্থির।
যখনি দেখবে মন ভালো নেই,
অতীতের কথা সব ভুলে যাও!
পা - হাত ও মুখ পানিতে ধুয়েই,
মাসজিদের পানে ছুটে চলে যাও।
সেথায় গিয়ে আল্লাহকে বুলাও!
মেলে কি না মেলে শান্তি তাও,
একবার তোমার মনেরে শুধাও।
তবুও যদি অতীত তোমাকে
পীড়া দেয় ক্ষণে ক্ষণে,
বারংবার তুমি ক্ষমা মাঙিবে
রুজু হয়ে প্রভুর পানে।
মালিকের সামনে মাথা ঝোঁকাও
বারে বারে তুমি কপাল ঠোকাও
মনের ব্যকুল ভাব খুলে কও।
কি উপায়ে সমাধা করবেন
তা আল্লাহ পাকই জানেন।
15/06/2022
খাবাশপুর,ফরিদপুর।