তোমার কথার ভাব ভালো না,
এই পাপ পরিমণ্ডলে-
হয়তো তোমাকে আর পাওয়া যাবে না।
আমিও কিন্তু নতুন পাপি,
পুরাই তোমার সমমনা-
নাতিদীর্ঘ নয় পাপির এই পাপ যামানা।

তাই কিছু কথা বলে যাই,
পরপারে হয়তোবা পাব তার বিনিময়।

শুরুতে যামিনী জাগরণ
              আসলেই কিন্তু ভালো না,
এতে করে খুয়ে যায়
           রাত্রি শেষের যত আরাধনা।
নিজের উপর রহম করে
           সূচনাতে না জাগলেও রাত,
কিছুতেই ছাড়া যাবে না
                   শেষ রাতের ইবাদত।

শেষ যামানায় আদম সন্তানের মধ্যে
                        জ্ঞানী-গুণী তারা,
দিনের বেলা পাপ করলেও
                      রাতের সুফী যারা।
শেষ রাত্রিতে পাপ মোচনে
     খোদ খোদাই এদের করেন আহ্বান।  
যেমনি করে রাত পাপিকে
           দিবস কালে করেন অনুদান।

পাপ রাশি সব স্বরন করে
                 খোদার তরে হলে নত,
পাপি তাপি বান্দার পরে
             মহান রবের রহমত
                           ঝরে অবিরত।

তাই বলি, ভুলে যেয়ো নাকো কভূ
তোমার উপর মহান রবের অশেষ নিয়ামত।
আর নালায়েক না চিজ পাপি বান্দার
টোটা ফাঁটা এই ক্ষুদ্রাতিক্ষুদ্র নসিহত।

১৯/০৫/২০২২
ফলিমারা মাদ্রাসা।