কি ছিল মোর অপরাধ?
তা জানা হলো না।
বলার ছিল অনেক কথা,
বলেতে পারলাম না।
:কারণ?
জানি তুমি কারণ জানতে চাইবে,
আগ বাড়িয়ে বলে দেই আমি ব্যস্ত।
কাজের অনেক চাপ, ঘুমাতে হইবে
বিলম্ব, রোজ হয়। তাতে কি? হোক
না, ক্ষতি কি? এ জন্যই তো চিকনা
আমি, এত শুকনা আমার স্বাস্থ্য!!
:কি বলছেন এসব?
জানি তুমি হেতু তালাশী লোক!
বুঝেও বলো আমি বুঝিনি শ্লোক।
কথা বলা হয় না, তবু অনেক মনে পড়ে।
থাকো তুমি সদাই আমার অন্তরের অদূরে ।
থাক'গে , থাক'গে এসব কথা;
কথা বাড়াইও না, ভালো লাগে না;
হৃদয় কাঁপে, অন্তরে লাগে ব্যথা।
চাইনি কখনো প্রেম করতে,
চাইনি খেতে ছ্যাকা।
কি জানি কোন সে কারণে?
তোমার সাথে দৈবাৎ হলো দেখা!
ছ্যাকা খাইলাম, হইলাম ব্যাকা শেষে;
ভুল করেছি আমি তোমাতে মিশে।
থাক'গে, থাক'গে এসব কথা,
ভালো লাগে না,এসব কথা
চিন্তা করলে ধরে আমার মাথা।।
কাছের মানুষেই বিশ্বাস পায় না মোরে,
তুমি তো আছো অনেক, অনেক দূরে।
শেষ কথাটা বলি, যেটা না বললেই নয়;
আন্দাজ কখনো বাস্তবতায় রূপ নেয়,
তাই বলে কি সব আন্দাজ সত্য হয়?