খোদাদত্ত ইসমাইল হল ইব্রাহিমের সুপুত্র,
সবে মিলে স্বাচ্ছন্দে কাটছিল তাদের দিবা-রাত্র।
দৈববসে রাত্রি শেষে স্বপ্নে দেখেন জাতির পিতা,
তাহার থেকে প্রিয় পাত্রের কুরবানী চান খোদ বিধাতা।
সকাল হতেই মনে জাগিলো সত্য নয় তার এই স্বপন,
প্রিয় পুত্রের কোরবানিতে বিধাতার কি প্রয়োজন?
এমন বিধান কখনো দিবেন না আল্লাহ পাক সুমহান,
খোদাদ্রোহী বানাতে তাকে ফন্দি এঁটেছে পাপি শয়তান।
একই স্বপ্ন দেখলেন তিনি পরপর তিনদিন,
বুঝলেন এটা নিশ্চয়ই তবে; হবে আল্লাহর বিধান।
কোনো ভাবেই করা যাবে না এই বিধানের লঙ্ঘন,
হোক না সে, প্রাণসম প্রিয় পুত্র ইসমাঈল কুরবান।
ইসমাইলকে ডাকিয়া কহেন জাতির পিতা ইব্রাহিম,
শোনো হে বৎস প্রিয়তম কিছুর কুরবানী চান মহামহিম।
ইসমাইল কহেন, সত্য নবী সত্য স্বপ্ন দেখিয়েছেন রব,
কুরবানী দাও আমায় তুমি তব প্রিয় আমিই সব।
তড়িৎ গিয়ে পৌঁছিল খবর বিবি হাজেরার কানে,
সাজিয়ে দিলেন বুকের মানিক আল্লাহর প্রেমের টানে।
ছুটিয়া চলিলেন পিতা পুত্র কোরবানির প্রান্তরে,
দ্বিধাহীন চিত্ত খুশির জোয়ার খেলা করে অন্তরে।
এমন সময় শয়তান আসিয়া কুমন্ত্রণা দিতে চায়,
মারিলো পাথর দুজনে মিলিয়া পাপি শয়তানের গায়।
শয়তান ছুটিল হাজেরার কাছে মায়ের মনটা বুঝি,
ছুটিয়া চলিবে শুনিয়া খবর ইসমাইলের খুঁজি।
আল্লাহ চাহে তো কুরবানী হবে নাহি মোর করার কিছু,
ব্যর্থ হইয়া শয়তান তাহাদের ছাড়িলো শেষে পিছু।
পুত্র কহে শোনহে বাবা; মোরে উপুড় করিয়া লও,
নয়তো তোমার অন্তরে জাগিবে আমার মায়ার ঢেউ।
উপুড় করিয়া পিতা চালায় ছুরি ইসমাইলের ঘাড়ে,
শক্ত হাতের ধারালো ছুরি ঘাড় নাহি কাটিতে পারে।
রাগে গোস্বায় ইব্রাহিমে ছুঁড়ে মারে হাতের ছুরি,
আঘাতের চোটে মরুর পাথর কেটে হয় জুরি জুরি।
আবার কহে পুত্র বাবাকে চোখ দুটো নাও বেঁধে,
ছেলে তোমার কুরবানী হবে আল্লাহর হুকুমতে।
শুনিয়া কথা ইসমাইলের, পিতায় বাঁধিলেন দু'চোখ,
কুরবানিটা হয়ে গেল তাই মনে আনন্দ সুখ।
ফেরেশতাকে ডাকিয়া কহেন আল্লাহ মেহেরবান,
দুম্বা বিছাও ছুড়ির নিচে হয়ে যাক কোরবান।
চক্ষু খুলিয়া ইব্রাহিম দেখেন বাছা দাঁড়ানো পাশে,
হয়নি কুরবানী দু'হাত তুলেন আল্লাহ তালার কাছে।
ভয় পেয়ো না বন্ধু তুমি হয়েছো সফলকাম,
পরীক্ষায় তুমি জিতিয়া গিয়াছো হয়েছো সুমহান।
সেদিন হতে কুরবানী শুরু মুসলমানের ঘরে,
ত্যাগের মহিমায় উজ্জীবিত হায় মুমুমিনের অন্তরে।
তথ্যসূত্র: ١. حاشية محيي الدين شيخ زاده
٢. التفسير المظهر