পূর্ব যুগে এক ধর্মসভায়,
শাগরেদ বলে উস্তাদ মহোদয়!
তিন ভাই যবে মৃত্যু বরে তিনো অবস্থায়
একজন তার ধর্মচারী, অন্যজনে পরম-পাপি।
তৃতীয় জন সে পৌঁছেনি আজও বয়সের পূর্ণতায়।
এদের ব্যাপারে কি মতামত কিইবা আপনার রায়?
উত্তর করেন উস্তাদ তারে মূলনীতি অনুসারে;
যে জন হবে ধর্মচারী বদলা দিবেন আল্লাহ তারে।
ফলে সে জান্নাতে যাবে,
চিরদিন সে তথায় রবে।
যেজন হবে স্বৈরাচারী, মন পূজারী নিজের,
আল্লাহ পাকে নিবেন না তার দোযোখ মুক্তির ভার।
কাজেই জাহান্নাম হবে তার জন্য নির্ধারিত নীড়।
বদ আমলের বদলা স্বরূপ সেথায় গিয়ে
জমাবে সে ভীড়।
অন্য যে জন করেনিক কভু খোদার তাঁবেদারি,
সে পাবে না সমাদর স্বরূপ জান্নাতে তার বাড়ি।
অপর দিকে নয়ত পাপি, করেনিক কভু গোনাহ;
যে শাস্তি স্বরূপ জাহান্নামই হবে তার স্থায়ী ঠিকানা।
শাগরেদ বলে: যদি কোনো কালে
নাবালক সেই বালকে বলে
আয় প্রভু ইনসাফগার!
মৃত্যু দিয়েছ অকালে আমার,
হায়াত যদি বাড়িয়ে দিতে
তবে আমায় মু'মিন পেতে।
সদাই আমি মেনে চলতাম, তোমার যত বিধায়ন।
সুখ নিবাস ঐ জান্নাতই হত আমার চির বাতায়ন।
কি উত্তর করবেন সেদিন
মহান রবের কুদরতি জবান?
প্রতিউত্তরে গুরু মশাই হাস্য করে কয়,
বুঝিয়ে বলেন রবে যবে সবে শান্ত হয়।
শোনো বাছা চুপটি করে,
চোখ মুখ সব বন্ধ করে,
তোমার জন্য শুভাশুভ আছে যা চির হিতকার,
মোর ইঙ্গিতেই পূর্ণ হয়, অপূর্ণ যত শত অবতার।
তোমার রব মহানুভব সর্বদাই চির হিসাবী,
সঠিক মনে করো না কখনো তোমার কৃত দাবী।
বড় হলে তুমি, শয়তান তোমার ঈমানে দিত হানা।
ধোঁকায় পড়ে দুনিয়াতেই তুমি হয়ে যেতে ফানা ফানা।
ভস্মাবশেষ দেখে তোমার করতো না কেউ ক্রন্দন।
পরকালে শুধু হতে তুমি হুতাশনের ইন্ধন।
শৈশবে মৃত্যুই হল তোমার কল্যাণের কারণ।
শিষ্য শুধায় গুরুর কথায় দিয়ে মনযোগ,
অপরাধী যদি আল্লাহর কাছে করে অভিযোগ।
বলে যাদি প্রভঃ, শৈশবে মোরে মৃত্যু করলে দান,
পাপ সাগরে থাকতো না আমার এতো অবদান।
কভু করতাম না প্রভু! তোমার কথার বিরোধিতা,
আমার জন্য নির্মিতও হতো না অগ্নিকুণ্ড চিতা।
এমন ক্ষণে কি সমাধান করবেন বিধাতা?
কি উত্তর দেবেন উস্তাদ ভেবে চলে যায় নিশা,
শাগরেদ তার খুঁজে ফেরে সঠিক পথের দিশা।
শিষ্য এবার ভক্তসহ ছুটে চলে দূর প্রান্ত,
যুব্বাই নামী ভ্রান্ত গুরুকে করবে এবার শান্ত।
নবির সুন্নাত জিন্দা করবে অনুসারে জামায়াত,
এরাই হলো খাঁটি 'আহলে সুন্নাহ ওয়াল জামায়াত'।
এমনি করে যুগে যুগে কাটে ঘোর আঁধারী রাত,
ভোরের রবির আলোতে হটে ভ্রান্ত মতবাদ।
তাই রবি পুত্রকে সালাম জানাই,
হাসান আল-আশ'আরী বীর।
চিরদিন যেন উন্নত রয়,
তোমার বাবার শির।
তথ্যসূত্র: شرح العقاءد للامام النسفي