চাঁদ মুখো মুখ, শিশির ধোঁয়া তাহার দুটি পা,
কণ্ঠে তাহার মধু মাখা, স্বপ্ন যেন আকাশ ছোয়া।
মায়া জালে বেঁধেছিল মন, বাঁকা ঠোঁটের হাসি;
ইচ্ছে হয় বলতে তারে; তোমায় ভালোবাসি।
ঘুমের ঘোড়ে স্বপ্নে দেখি বন্ধু নেই মোর পাশে,
একবার পাখি উড়াল দিলে আর কি ফিরে আসে?
প্রেমিকের লাশ প্রেম সাগরেই ভাসে,
তাই দেখে স্বজন বন্ধু প্রতিবেশীরা হাসে।
এখনো মাঝে মাঝে নির্ঘুম জেগে থাকি,
আশায় রেখে বন্ধু মোরে দিয়ে গেল ফাঁকি।
তার বিরহে মাঝে মধ্য একলা বসে কাঁদি;
কান্নার আড়ালে লুকায়িত রয় রকমারি হাসি।
প্রীতি গোনার তারারাশি উঠেনি আজ আকাশে,
ভালোবাসার একরাশ উবে গেছে সকাশে।
গোছানো স্বপ্নগুলো ভেঙ্গে দিয়ে গেছে ওই,
সর্বগ্রাসী স্বার্থান্বেষী ঘূর্ণায়মান বাতাসে।
সুযোগ পেলেই বাড়িয়ে দেই কবিতার গতি,
কে কি বলে তাতে মোর নেই কোনো ক্ষতি।
ভালোবাসার মায়া জালে বৃথা জীবন যজ্ঞ,
তবে প্রেমিক প্রেমিকারা কেনো এতো অজ্ঞ।
22/10/22 ঈ:
পাংশা, রাজবাড়ী।