তুমি নেই তো কী হয়েছে?
আমার  রাতের তারা আছে
সারারাত তারা গুনবো; সবগুলো তারা
তোমার মতো কেউ আমাকে আটকাবে না।

তুমি হাসবে না তো কী হয়েছে?
আমার  পূর্ণিমা চাঁদ আছে
জোছনা হয়ে পড়বে; আর হাসবে
তোমার মতো কেউ লাজে মুখ ঢাকবে না।

তুমি ভালোবাসবে না তো কী হয়েছে?
আমার  মেঘলা আকাশ আছে
বৃষ্টি হয়ে ঝরবে; আমি ভিজবো
তোমার মতো কেউ আমাকে ভয় দেখাবে না।

পূর্নিমা চাঁদ কিংবা মেঘলা আকাশ হয়ে
আমাতে তুমি মিশে থাকবে; অগোচরে।

(ইচ্ছেপাখি-৩)