সুষ্মিতা নাকি প্রেমিষা,
কি নামে ডাকবো তোমায় নন্দিনী?
শত অপমান শত লাঞ্ছনার মাঝেও
কেন তোমাকে ভুলতে পারি না, বলতে পার?
যদিও তুমি এখন অন্যের ঘরনি,
আমার সমস্ত ঘরে এখনো তোমার অবাদ বিস্তার
আমাকে নাড়া দেয় সবসময়, প্রতিটি মুহূর্তে।
আমি হারিয়ে যাই, ভুলে যাই সব।
আমি জানি তুমি আমাকে ভালবাস না।
কিন্তু আমার সমস্ত ভালবাসা শুধু তোমার জন্য।
তুমি আমার স্নিগ্ধ সকালের মিষ্টি রোদ
তুমি আমার তপ্ত দুপুরের হিমেল হাওয়া
তুমি আমার গোধুলি বেলার সানন্দ্য সুখ
তুমি আমার তিমির রজনীর জ্যোৎস্না দ্বিপ
তুমি আমার প্রারম্ভিকা
তুমি আমার যবনিকা।
নন্দিনী, তুমি ভালো থেকো।
আমি না হয় অনল গুহায় জলবই
তবু তুমি সুখে থেকো।
মহাপ্রয়াণের প্রবল আহবানে আমি যখন সাড়া দেব
আমার আহলাদ, আমার বসন্তদূত
তুমি আমায় দেখতে এসো।
তবে সাবধান!
তোমার অশ্রুধারায় আমাকে সিক্ত করো না
আমার কষ্ট হবে.....
(ইচ্ছে পাখি - ৫)