রোদের তাপে শুকিয়ে যাওয়া কুয়াশার মতো
আমিও একদিন হারিয়ে যাবো।
জানি,
স্নিগ্ধ সকালে কোমল দেহের স্পর্শে
শিশির হওয়ার আকাঙ্ক্ষা
এ জীবনে পূরণ হবে না।
ঘোর অন্ধকারে উঁকি দেওয়া বিদ্যুতের মতো
আমিও তোমাকে খুঁজে বেড়াবো
জানি,
এলো পথে দু'জোড়া হাতের
দোল খাওয়ার স্বপ্ন
এ জীবনে সত্যি হবে না।
হাসি শেষে মুছে যাওয়া টোলের মতো
আমিও একদিন অস্তিত্ব হারাবো
জানি,
ঠোঁটের ভাঁজের আনন্দ স্পন্দনে
হৃদয় কাপানোর অনুভূতি
এ জীবনে অনুভূত হবে না।
পিচঢালা রাস্তায় মরীচিকার হাতছানি মতো
আমিও একদিন অস্পৃশ্য হবো
জানি,
নিশীথের অপ্রতিরোধ্য আবেগে
অবচেতন ভালোবাসার শিহরণ
এ জীবনে পাওয়া হবে না।
অনেক যত্নের রজনীগন্ধার চারাটির মতো
আমিও একদিন ফ্যাকাসে হবো
জানি,
জোছনা রাতে ফুলের সুবাসে
তোমার চুলের ঘ্রাণ
এ জীবনে নেওয়া হবে না।
তোমাকে দেওয়া সূর্যমুখীর বীজের মতো
আমিও একদিন তৃতীয়পক্ষ হবো
জানি,
সূর্যমুখীর পাশে দাঁড়িয়ে
তোমার লাজুক হাসি
এ জীবনে দেখা হবে না।
ডায়েরির খালি পাতাগুলোর মতো
আমিও একদিন আগাছা হবো
জানি,
কোন এক পাতায় লেখা
হৃদয় ছোঁয়া কবিতাটি
এ জীবনে পড়া হবে না
(ইচ্ছে পাখি - ৬)