সকালের সূর্যটা যখন ঘোমটা খোলে
শিশিরেরা যখন মিশে যায় ধুলায়
বালিশের নিচে চাপা পড়া ঘড়িটা যখন
ক্রিং ক্রিং চিৎকার করতে থাকে
তরকারিওয়ালা যখন হাক ডাকা শুরু করে
লিকলিকে ছেলেটা যখন
'পেপার-পেপার' বলে গলা ফাটিয়ে দেয়
আমি চমকে উঠি!
ভুল করে যেতে চাই একটি পথে,
কিন্তু না; সে পথ আর নেই
মিশে গেছে অন্য পথের ধারায়।
সে পথে আর যাত্রা হবে না
যাত্রাপথের বিরতি হবে না
ঘটবে না কোন ঘটনা অথবা দূর্ঘটনা।
সে পথে আর সংস্কার হবে না
সংস্কার কাজে দূর্নীতি হবে না
যাওয়া হবে না বেলা অবেলায়।
তবু ভুল করে যেতে চাই
যেতে হয়; তাই
বারবার এ ভুল করতে চাই।

(ইচ্ছে পাখি-১)