কুয়াশার চাদরে ঢেকে যাবে পৃথিবী
নগ্ন স্পর্শে শিহরিত হবে ভেজা ঘাস
তবু আবরণের যন্ত্রণা থেকে মুক্তি দাও
হৃদয় দিয়ে হৃদয় স্পর্শ করতে চাই।

সারাবেলা ঝিরিঝিরি বৃষ্টি হবে
সবকিছু ভুলে যাবো বৃষ্টিস্নাত বিকেলে
তবু আবরণের যন্ত্রণা থেকে মুক্তি দাও
হৃদপিন্ডের টিপ টিপ শব্দ শুনতে চাই।

সারারাত ঝলমলে চাঁদ থাকবে
এলোপথে দোল খাবে দু'জোড়া হাত
তবু আবরণের যন্ত্রণা থেকে মুক্তি দাও
উত্তাপ দিয়ে উত্তাপ নিতে চাই।

শিমুলের ঝরা পাতায় ছেয়ে যাবে পথ
মর্মর শব্দে আলোড়িত হবে চারিপাশ
তবু আবরণের যন্ত্রণা থেকে মুক্তি দাও
যাতনা দিয়ে যাতনা মুছে দিতে চাই।

(ইচ্ছে পাখি - ৪)