গিটারের ছেড়া তার, স্বপ্ন গুলো যেন আটকে পড়া সুর।
তোমার প্রনয় সন্ধ্যা পেরোলেই রাতের খেলায় যেন
ফুটফুটে জ্যোৎস্না জ্বলে ডুবা এক গুচ্ছ ডুমুর।

আকাশটা দেখা হয়নি আজ, মাখা হয়নি রোদের আদর
তোমার চুলের তীব্র গন্ধে মাতাল, গনগনে প্রতিটি প্রহর।
পথের শেষটা যেন তুমি, আবছা কুয়াশায় সাদা রঙ স্বপ্ন।

হত বাড়িয়ে ছুঁয়ে দেখো, পথটা হয়েছে শেষ
আমাদের দূরত্বটা আগের মতই, ছুটে চলা নিরুদ্দেশ।
  
।৩০ নভেম্বর ২০১৬।