কতো স্বপ্ন এঁকেছি তোমার অশ্রু ভেজা চোখে
ভেবে ভেবে বিভোর আমি পালকি সেজেছি
ফুল দেখিনি, তবু রেনুর গন্ধে রাঙ্গিয়েছি মন
আনমনে চুপি চুপি গেঁথেছি ভোরের জলছবি
আজ সন্ধ্যার কাছে মিনতি, শুধু রবো মুখো মুখি।
কতো কষ্ট দেখেছি শ্যাওলা ঢাকা পাথরের খাঁজে
তোমর অশ্রু শুকোলে চর জাগে, চাঁদ ডুবে ঠোঁটে।
জানতে চাইনা আমি, জোয়ার এসেছিল কবে
তোমার পরশে ফোটে যে কোমল কবিতা জল,
চাঁদের রঙে এঁকো ছবি যদি শিশির কথা বলে।
কত গল্প লিখেছি, হয়নি পড়া আজও অপেক্ষায়
যদি শব্দ ফুরায় সব, সুর টুকু রোয়ে যাবে জানি
দুষ্টু রাতের মন্দ হাওয়ায় যদি অমাবস্যা নামে
তবু খুঁজে দেখো চুপি চুপি হয়তো পাবে তাকে
হয়তো হারাবে যদি পূর্ণিমায় আকস্মাত ঘুম ভাঙ্গে।
।১১ সেপ্টেম্বর ২০১৬।