এক নদী কথা দিয়েছিলো ঢেউকে
যতদিন এ বুকে রবে,
যেদিকে মন চায় যেও; কুল কুল সুরে বেধো গান,
বাঁধা দেবেনা কেও।
যদি কখনো ভুলে যাও কষ্টে আগলে রাখা রাতভোর, তবু
ঝর তুলোনা, কষ্টের কান্নায় ছেপে যাবে দুকূল।
এক কবিতা কথা দিয়েছিলো চরণ কে
যদি মন চায় ভুলে যেও শেকড়, শেষ হও, যেভাবে
শেষ হতে চাও। প্রশ্ন করলে দাঁড়ানোর দরকার নেই, শুধু
একটু বিশ্রাম দিও। যদি ছন্দের মিল না হয়
ক্ষোভ নেই, শুধু অভিমান করোনা যদি হারিয়ে যাই পাণ্ডুলিপি হয়ে।
বৃষ্টি কথা দিয়েছিলো রঙধনু কে
যদি কখনো নিঃশেষ হয়ে যাই, কষ্টের নীল ছড়ানোর দরকার নেই
নিজের আভায় মুগ্ধ রেখো। যদি ক্ষণিকের জন্য ওঠো, ভুলে যেও আমায়
তবু প্রজাপতি ডানার রঙ চুরি করোনা, ভয় পাই তার কথা ভেবে
যে সন্ধ্যার রক্তিম আভায় আমি ম্লান হয়ে যাই
তবু থমকে যেওনা তুমি কে কাকে ভালবাসে ভেবে।
।১১ সেপ্টেম্বর ২০১৬।