আমি স্বপ্ন বেচিনি
তাই কষ্ট কিনতে বসি বারবার।  
আমি ফুল ছুঁয়েছি পূর্ণিমায়  
কাঁটার আঘাতে কত সুখ বোঝা হয়নি আজো  
জন্ম দেখেছি তাই
মৃত্যুতে ভয় নেই হারাবার।

তুমি ছুঁলে
এখনো সন্ধার গালে টোল পরে,
জ্যোৎস্না লুকোলে রাত্রি নামে।  
মৌমাছি খুঁজে পাপড়ির ফুলেল সুঘ্রাণ।
তুমি যা দেখো আমি তা দেখিনা
জানিনা কেন এমন হয়। তবু হয়।
  
কষ্টগুলো গুল্ম লতায় লিখা
স্বপ্ন গুলো সুতার সুতোই বাঁধা।
আলোটা নিভে গেলে ঘুমিয়ে পরে সব
শুধু মোমবাতিটা জ্বলে,
বাঁচিয়ে রাখে আমাদের স্বপ্ন অগোচর।

।২৫ অক্টোবর ২০১৬।