এই শহরের রাতের এক চিলতে আলোয়
ইট রড আর শব্দের ঝঙ্কারে
তোমার আমার সাদামাটা বিকেল বেলা
সারাটা বেলা সন্ধার রঙে মিলে  
নতুন জীবনের আঁকা বাঁকে সন্ধ্যা তারায়
আমি রঙ, তুমি আলেয়া।

কুকুরের চিৎকার, মাঝ রাতে  
রিকশার চলে যাওয়া
এক বৃদ্ধার শেষ স্বপ্ন, নিওন আলোয়
চাঁদের হাড়িয়ে যাওয়ার রাতে
নিস্তব্ধ অন্ধকার- নিসচুপ মগ্নতা
অতৃপ্ত সুখ আর বেঁচে থাকার ইচ্ছা।

আমার আঙ্গিনায় ঘুঁটঘুটে অন্ধকার
দিক ভোলা কাকের চিৎকার
জীবনের শেষ স্পর্শ পাবার লোভ
বারবার পিছু ফিরে দেখা
স্মৃতির ছেড়া পাতায় তোমর নামটা
অস্পষ্ট ভুল বানানের ভাঁজে ভাঁজে  
আমার সুখের সরলতা।

তুমি দিপ্তি,
চাওয়ার কিছু নেই চাঁদের কাছে
সন্ধ্যার কাছে নেই হারানোর অনুরোধ;
তুমি দুপুরের রোদ  
আমার অস্বস্তির দাবদাহে
আকস্মাত ঠাণ্ডা হাওয়ায় বুজে আসা চোখ;
তুমি ফণীমনসার বিষ
নিরন্তর সুখের ডানায় ভেসে জীবনের শেষে
এক বার থমকে দাঁড়ানোর তৃপ্তি।

আজ এই শহরের রাতের ম্লান আলোয়
সব ফিকে হয়ে আসে
পুরনো কবিতার বইয়ে তোমর হাতের লেখা
মুছে গেছে ধুলার স্তূপে
সব মিছে, শুধু গোধূলি বেলায়
সন্ধার সাথে পাখির মিতালি
ডানার ঝাপটা আর পাখির কলরবে
আমাদের হাড়িয়ে যাওয়ার গল্প।

দিনের কলহল, ব্যস্ত চলাচল
তোমর জন্য অপেক্ষার প্রতিক্ষণ
গাড়ির কালো ধোঁয়ায় আমার রঙ্গিন স্বপ্ন
তোমর প্রতিটি মুহূর্তে আমার ডুবে থাকা
আর-
এই শহরের অচেনা গলিতে
সিগারেটের গোল কুণ্ডুলি ধোঁয়াশায়
তোমর নিরন্তর মিশে যাওয়া।

আমার রাতের ভাবনায় দিনের আলো মিশে
এই শহরের দ্বারে দ্বারে মোড়ে মোড়ে
তোমাকে হাড়িয়ে ফেলার কষ্ট
আজও আছে মিশে এই শহরে।  
ইট বালু আর রডের কোটরে
বস্তির কাদামাটির জ্বল কালিতে শিল্পীর রঙ তুলি
জীবনের প্রতিটি নিঃশ্বাসে তোমার সৌন্দর্য, আর    
মাতাল হাওয়ায় আমার বুদ ডুবে থাকা।
নিরন্তর। এই শহরে।

। ১৬ মার্চ ২০১৬ ।