প্রিয়সি
নুরুজ্জামান
অপেক্ষার দিপ্রহর কেটে গেছে আজ,
স্বপ্নের স্বপ্ন-লতাকে খুজে পেয়েছি আজ।
যাকে খুজে খুজে ক্লান্ত হয়ে বসে আছে চাঁদের বুড়ী,
ছিলে কোথায় লুকিয়ে তুমি! ওহে মোর পিয়ারী।
টানা চোখের চাহুনিতে আজ রাজ্য আমার ধন্য,
ঐ দুটি চোখে কাজল দিতে চাই যদিও হই অচৈতন্য।
তুমার ঐ অধর দুটির দুস্টু হাঁসি, রাখব জতন করে,
কস্ট যত সবি আমার, সকল সুখ দিবো তুমার তরে।
ভালোবাসি-ভালোবাসি আমি তোমায়, বলব পৃথিবী জুরে,
ভালোবাসা পাপ যদি হয়, দিয়ো আমার ক্ষমা করে,
পেতে চাই তুমায় অনন্তকাল সঙ্গী করে সাথে।