অমাবস্যার চাঁদ
নুরুজ্জামান
যে ফুল পূজোয় আসেনি,
তাকে আর কোথায় রাখবো।
যে আমায় মনে রাখেনি,
তার হৃদয়ে কেমনে স্মৃতি জাগাবো।
খুঁজে বেরিয়েছি অমাবস্যার চাঁদ,
বুঝিনি জ্যোছনা আমায় ঘৃণা করে।
পূর্ণিমার রাতে আমার উপস্থিতিতে,
মেঘদল আকাশে খেলা করে।