না বলা কথা
                    নুরুজ্জামান



পেয়েও হারানোর ভয়, এ যেনো এক আতঙ্ক,
এতো কাছে তবুও মনে হয় তুমি এক শশাঙ্ক।
যদিও আছ তুমি মোর হিয়া জুরে,
তবুও মনে হয় চলে যাবে তুমি হৃদয় খুরে।
রাতে আমি দেখি যত সব তুমিময় স্বপ্ন,
জেগে উঠে ভাবি, ছিলাম হতাশায় মগ্ন।
দিনের বেলা বাঁধি আমি ঐ না সুখের ঘর,
নিরালায় বসে মনে হয় যদি হউ তুমি মোর পর।
হতাসার ছাঁয়া দূরে ঠেলে নাও যদি আপন করে,
তবু হবে মনে প্রিয়া মোর লক্ষ যোজন দূরে।