ক্রোধের রানী
                        নুরুজ্জামান

তুমি আমার রাজহংসি,  
তুমি রাগলে আমি হব কাকতারুয়া,
অপলোক চোখে দেখব তখন-ভিতরে মুচকি হেঁসে,,
জানো রাগলে তোমার কুচকানো ভ্রু,
আমার দিকে চেয়ে দেয় হেঁসে।
তোমার দুটি কপলের মসৃণতা আমায় করে শীতল।
তোমার ওই ললাটের ভাজ যেন মনে হয়,
শরৎ কালের স্বাধীন সাদা মেঘ,
উরে উরে আমার হৃদয় দেয় যেনো ভিজিয়ে।
ওই হরিন রাঙা দুটি চোখের পারিবনা দিতে বর্ণনা,
কিযে হয় তখন আমার,বলে বুঝাতে পারবনা,
হয়ে যাই আমি বাকরুদ্ধ, যদি হয় মোর মরন।
খোদার কাছে মাংব দোয়া,
আমি আবার দেখিতে চাই সেই দুটি নয়ন।