জীর্ণ স্বপ্ন
নুরুজ্জামান
বাঁচতাম নিয়ে স্বপ্নকে আজ সেই সাথে নেই,
নদী-পথ-পাহাড় পেরিয়ে সন্ধানে তাহার, নেই সে কোথাউ নেই।
চিরো সবুজের ঐশ্বর্যের মাঝে বুনেছিলাম যাকে,
কুঞ্চে কুঞ্চে সুধায়ে আজও পাইনি খুজে তাকে।
নিষ্পাপ মনের পুরো সিমানায় দিয়েছিলাম ঠাই,
কাটা তারের গন্ডী পেরিয়ে সে আজ অন্য মোহনায়।
সকল কিছুর ভিরে মন আজ হয়ে আছে একা,
তাকে নিয়ে দেখা স্বপ্নের চাঁদটা আজো বাঁকা।