হিয়া
নুরুজ্জামান
হৃদয়, মানুষ ডেকে বলে তাকে মন,
প্রয়োজন-অপ্রয়োজন চেতনা সারা ক্ষন।
নেই কোন কাজ তার সুধুই আনাগোনা,
প্রিয়জনের অপেক্ষায় বসে দিন গুনা।
নেই তার লোচন তবু দেখিতে পায় সুদুর,
প্রিয়জন কোথায়, কেমন আছে, কত দুর।
মাথা-মুন্ডু নেই তবু ভাবে ভাবুক হয়ে,
কতনা সময় যেন এভাবে যায় বয়ে।
রাতে দেখে স্বপ্ন সে দিনে বাধে ঘর,
জানেনা সে এখনো,
হিয়া কী হবে আপন নাকি হবে পর।