তুমি ঠিকই বুঝতে পারো কখন মাঠ ফেটে যায়
জল পিপাসায় ছটফট করে পুরো জমিন কখন
ঠিক তখনই তুমি জল ঢালো চৈত্রের ফাটা জমিতে
ফসল ফলাও ইচ্ছে মতো তোমার
যতক্ষণ মন চায়
চৈত্রের ফাটা জমিনকে ঠান্ডা করতে
আকাশের থেকে
কলসী ভরে জল এনে ঢেলে দাও পুরোটাই
এ জলে বন্ধ হয়ে যায় রাখালের বাঁশির সুর
থেমে যায় জাহাজের সাইরেন
স্তব্ধ হয় নদীর জলে ভেসে আসা পাতার শব্দ
নিদারুণ সম্মোহনি শক্তি তোমার
ফসলে বাড়ির উঠোন ভরে যায় একেবারে
কৃষাণীর মুখে ফুটে ওঠে হাসির রেখা
ভরে যায় বুক তার অনাবিল আনন্দে
তোমার জলের আনন্দে নদী চরে পড়ে থাকে বেলে মাছ
তোমার সম্মোহনি শক্তি ঘুরপাক খায়
ফাটা চৌচির জমিন নিয়ে
জলে ভেসে যায় জমিন
ভরে যায় গোলাঘর কৃষানীর
তুমি ঠিকই টের পাও কখন জল লাগবে উত্তপ্ত চৌচির মাঠে
তুমি ঢেলে দাও জল বড় ঠাটে