আমার গাঁয়ে বাস করে সব কতো কথা কও
ময়ুরপঙ্খী নাও বানিয়ে যেথায় ইচ্ছে যাও
কেমনে থাকি আমি এবং থাকে গাঁয়ের লোক
কেউ দেখে না উঁকি মেরে করেনা কেউ শোক।
গাছপালা সব নুইয়ে পড়ে ঝড় বৃষ্টি হলে
তাদের কাঁদন শুনে আমার চোক্ষেতে জল ঝরে
গাছ কাঁদে পাখি কাঁদে দেখে গাঁয়ের লোক
কুকুর বিড়াল কেঁদে মরে করেনা কেউ শোক।
বাঁশঝাড় আর বনজঙ্গল দুমড়ে-মুচড়ে পড়ে
গাঁয়ের লোকের চোখের পানি বৃষ্টি হয়ে ঝরে
ঘর ভাঙে বাড়ি ভাঙ্গে সাথে বকের বাসা
টুনটুনি আর চড়ুই পাখির থাকেনা আর আশা।
তাল গাছে বাবুই পাখি থাকে আরাম করে
বিশ্বসেরা ইন্জিনিয়ার সে তাকে কেবা ধরে
হাঁস মুরগি গোয়াল ঘরে আশ্রয় খুঁজে মরে
নড়বড়ে গোয়াল ঘরের চালটা ঝড়ে পড়ে।