দিলে যখন জীবন আমায়
ছোট্ট দিলে কেনো?
এতো ছোট্ট জীবন নিয়ে
কি করবো আর বলো?
চলতে চলতে জীবন আমার
হঠাৎ দেখি শেষ
বলবো কেমনে জীবন নিয়ে
এইতো আছি বেশ।
সকাল বেলা জীবন শুরু
সন্ধ্যা বেলা নেই
যাবো কোথায় ও বিধাতা
হারিয়ে ফেলি খেই।
অঙ্ক কষি হিসেব মেলাই
গাড়ী বাড়ির ছবি
আঁকতে থাকি দিবানিশি
মন উদাসী কবি।
এমন একটা জীবন হায়রে
ছড়ার মতো ছোটো
লম্বা কারোর পাশে থাকলে
দেখায় ভারি খাটো।
ভাবতে ভাবতে হঠাৎ দেখি
জীবন আমার নাই
ছোট্ট জীবন নালিশ নিয়ে
বলো কোথায় যাই।