ভালোবাসতে চাও আমাকে ? পারবে তো? তাহলে এসো
এক ঝুড়ি গোলাপের পাপড়ি মাথায় করে আমার পিছু পিছু
পাড়ি দিতে হবে হাজার হাজার সাগর, নদী,সমুদ্র সৈকত
আমাকে পাবার জন্য
আমি হাঁটবো হাঁটবো আর হাঁটবো,এগিয়ে যাবো সমুখ পানে
একবার ও ফিরবো না পিছু
যতোদূর এ পৃথিবীর জীবনে আমি হাটতে পারি
পৃথিবীর এ দিগন্ত হতে ও দিগন্তে যেতে যতো সময় লাগবে আমার
হয়তো লক্ষ কোটি বছর
ততোদিনই হেটে যেতে থাকবো আমি ঐ দূর নক্ষত্রের পানে চেয়ে
চেয়ে
পারবে ধৈর্য ধরে হাটতে দীর্ঘকাল আমার সাথে আমার পিছু পিছু?
না পারবে না তুমি!
পারবে অডিসিয়াস ও পেনেলোপের মতো,আমার জন্য অপেক্ষা
করতে হাজার বছর
ভেবে দেখো এখনো তুমি, আবারও বলছি তোমাকে
তোমরা এ যুগের ছেলে
তোমাদের কি আর লাইলি-মজনু,শিরি-ফরহাদ,শাহজাহান-মমতাজ,
চণ্ডীদাস-রজকিনী,রোমিও-জুলিয়েট,এন্টোনি-ক্লিওপেট্রা,প্যারিস-হেলেন,
দান্তে-বিয়াত্রিচে,রাধা-শ্যামের
মতো প্রেম জগতের শিরোমনি কুলের শ্রম,মেধা,শ্রদ্ধা দেবার আর ত্যাগ
স্বীকারের মতো যোগ্যতা আছে?
আছে তাদের ইতিহাস জানা তোমাদের? না নেই
বলতে পারবে তুমি আমাকে
জোসেফাইনের জাদু যেনো জ্বলছেই আর তার শিখা জেগে আছে তোমার
হৃদয়ে
বলতে পারবে তুমি আমাকে
চিরকাল তুমি কি আশ্চর্যরকম সুন্দর
কি চমৎকার বিপজ্জনক রমনীয়তা যোগ করেছো তোমার লাবণ্যে
পারবে তুমি বলতে আমাকে
সুখ তোমার মধ্যেই লুকিয়ে আছে, শুধু হৃদয়ের আগল টুকু খুলে দাও
বলতে পারবে তুমি আমাকে
তোমার সঙ্গে আর তোমার হৃদয়ে বেঁচে থাকার এ অনুভূতি প্রকাশের ভাষা
আবিষ্কৃত হয়নি আজো এ পৃথিবীতে
পারবে বলতে তুমি আমাকে
আমি আলেকজান্দ্রার মতো স্মার্ট ও সুন্দরী রমনী
তোমাদের কাছে ভালোবাসা এখন
ছোট্ট শিশুদের ক্রীড়নক মাত্র
এ-তো ভালোবাসা নয়
ভালোবাসার নামে এ-তো
পবিত্র প্রেমকে ইচ্ছে মতো বলিদান
তোমাদের মধ্যে প্রেম নেই, বিরহ নেই,ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই কোনো এখন
সকালে একজনের সাথে চুটিয়ে প্রেম করে বিকেলে আর একজনকে বলছো
তাকে ছাড়া বাঁচবে না তুমি এ পৃথিবী তে
একি বিষ্ময়কর অভিনয় তোমাদের!
এই তো তোমাদের প্রেম- ভালোবাসা আর ভালোবাসার নামে দিচ্ছো সবই জলাঞ্জলি
ভালোবাসা আজ পালিয়ে বেঁচেছে তোমাদের থেকে, কলঙ্কিত হতে আর চায় না তারা তোমাদের হাতে
ভালোবাসায় পবিত্রতা,বিশ্বাস, আস্থা
আর সততার কোনো পরিচয় নেই আজ তোমাদের
পারস্পরিক শ্রদ্ধাবোধ আর ত্যাগ-তিতিক্ষার বালাই নেই আজ তোমাদের মাঝে
প্রেম-ভালোবাসা তোমরা কিভাবে পাবে,বলো? ইতিহাসের পাতা থেকে
শিক্ষা নিয়েছো?
দেখেছো প্রেমিক-প্রেমিকা পরস্পর-পরস্পরের জন্য কিভাবে তাদের জীবন
দিয়েছে বলি?
আমাকে পেতে হলে গোলাপের পাপড়ির ঝুড়ি মাথায় করে হাটতে হবে আমার পেছনে
শতো সহস্র কোটি বছর
দিগন্তের সীমানায় পৌঁছে ঘাড় ঘুরিয়ে যদি দেখি গোলাপের ঝুড়ি মাথায়
তখনো দাড়িয়ে তুমি আমার পেছনে
তখনই ভাববো শুধু তুমি আমার প্রেম, বিরহ আর ভালোবাসা পাবে কিনা
পাবার যোগ্য কিনা
তার আগে একটু ও নয়, একবার ও নয়! কি পারবে তো? তা হলে এসো!