একদিন দুদিন তিনদিন হ'লেই উত্তপ্ত হ'য়ে ওঠে উনুনের কড়াই
পুড়ে পুড়ে ছাই হয় জীবন্ত ভালোবাসা
ছারখার হয় পুরানো
আসবাবপত্রের সকল প্রত্যাশা
জ্বলন্ত উনুনের অগ্নিদাহে ভস্মীভূত হয় অলিন্দের পুরোটাই
মন হারায় মনের ভূবন
বেদনায় কাতরাতে থাকে মন সারাক্ষণ
কিছুটা বিরক্তও হয় বটে
বেশী সময় নিলেই ছিন্ন হ'য়ে যায়
দোয়েল কোয়েলের সম্পর্ক
চিড় ধরে হৃদয়ের সকল মানচিত্রে
তাই খুব একটা উৎপাত না করাই ভালো
সময় থাকতে বরং কেটে পড়াই শ্রেয়
তাতে আর যা-ই হোক অন্তত দু'কূল রক্ষাতো হলো
অনুবিক্ষণ যন্ত্র বাটখারা আর নিক্তি নিয়ে
কেনো বসে যায় মানুষ?
কবে এলো কদিন কাটলো কবে যাবে?
এসব হিসেব নিয়ে পাক্কা গণিতজ্ঞের ভূমিকায় অবতীর্ণ কেনো হয় সে
এমনি করেই যদি মনে মনে
অঙ্ক কষতে থাকে কেউ
তাহলে তো অনিবার্যভাবে
হৃদয়ে খেলে যাবে বেদনার ঢেউ
আতিথেয়তা দেখাবে কারা?
কুড়ে কুড়ে খায় যাদের হৃদয়
আর শকুনের পোকারা!