বাংলার আকাশ থেকে ঝ'রে গেলো একটি ঔজ্জ্বল্যমান তারকা
পতন ঘটে গেলো সঙ্গীত অম্বরের এক উজ্জ্বল নক্ষত্রের
সন্ধ্যা তারার মতো জ্বলজ্বল করে জ্বলবে না সে আর বাংলার নভে
কি আক্রোশে কি সে অভিমানে কি মনোবেদনায়
ছেড়ে গেলে বাংলার সঙ্গীতাঙ্গন
বলোনা গানের পাখি একবার মন খুলে
বাংলার আকাশ বাংলার খালবিল জল
আজ সবাই শুধু তোমার কথাই বলে
কেঁদে মরে দিবানিশি তারা আজ নয়নের জলে
জীবনের সজীবতা উজ্জ্বলতা সকলেই চায়
জানি আজ তোমাকে সবকিছুই কুড়ে কুড়ে খায়
জানি পারবে না ভিন্ন আকাশের নক্ষত্র হ'য়ে
ছড়াতে আরো বেশী আলো এ পৃথিবীর পরে
আকষ্মিক ব্লাকআউট হ'য়ে যাবে আকাশ
বয়স হচ্ছে হবে শীতল হ'য়ে যাবে রক্ত
ভুল করে চ'লে গেলে ফেলে সব বাংলার ভক্ত
জানি ভুলের মাশুল দিতে দিতে একদিন
আবার ফিরে আসবে তুমি এ বাংলার ঘরে
আসবে ফিরে শুধু হৃদয়ের শান্তির পরশে
তবুও ফিরে আসতেই হবে তোমাকে ঝাউগাছ বনটিয়ার ধারে
গাইতেই হবে গান সুর তাল লয় এর সূত্র ধরে
তুমি যে গানের পাখি হ'য়ে বাঁধা আছো
সকল মানুষের হৃদয়ের তারে
বারবারই আসবে তুমি স্বদেশের ঘরে
নিশ্চয়ই আসবে আবার ফিরে
শুধু বাংলার নদী মাঠ ঘাস আর জল ভালোবেসে