ডালি নিয়ে উপদেশের কেনা ফেরি করে?
সুযোগ পেলে উপদেশের ফেরি মেলে ধরে।
এটা করো ওটা করো সেটা কোরোনা
দেখো সেটা করতে গিয়ে নিজে মরোনা।
উপদেশের জারিজুরি এমনি করেই চলে
উপদেশ দান খুবই সোজা তাই তো সবাই বলে।
কঠিন কাজের মাঝে কঠিন নিজেকে খুব চেনা
কঠিন ব'লে তার আঙিনায় দেয় নারে কেউ হানা।
নিজেকে কেউ সঠিক ভাবে চিনতে যদি পারে
লক্ষ কোটি খারাপ লোক ও ঘেঁষবে না তার ধারে।
সিদ্ধান্ত তার সঠিক হবে চলবে সোজা পথে
দুষ্টুরা সব পালিয়ে যাবে দুষ্টু ঘোড়ার রথে।