আমাকে উপেক্ষা করো ক্ষতি নেই
মাত্র একবার দুবার তিনবার
এরকম কিছু একটা করতে পারো তুমি
তবে এরচেয়ে একবার ও বেশি নয়
আর এরকম কিছু যদি হয়
তাহলে খুব অনায়াসেই মেনে নেবো
আমি
আর যদি খুব বেশি বাড়াবাড়ি করো
তাহলে তোমাকে কষ্টের পাহাড় গড়ে দেবো