আমি ভাবি তুমি আমার
তুমি ভাবো না
ভুলে ভরা ভাবনা তোমার
আর যে ফুরোয় না।
তুমি যখন একলা থাকো
সাথে থাকি আমি
তোমার সাথে সুখেই আমার
কাটে দিবস যামি।
তোমার মনে সন্দেহ কেনো
পাইনা খুঁজে উত্তর
তাই তো আমি সদাই থাকি
সদাই আমি নিরুত্তর।
বুঝতে তুমি পারো না যে
আমিই তোমার সব
কবে তুমি বুঝবে আমার
ভালোবাসার রব।
তুমি আমার পাখির বাসা
তুমি-ই নদীর কুল
তুমি আমার বুকের ভাষা
স্রোতের ভাসা ফুল।
তুমি আমার ফুলের বাগান
হরেক রকম ফুল
তুমি আমার সৌরভ মাখা
তাজা গোলাপ ফুল।
তোমার নামে সূর্য ওঠে
পাখি ডাকে ভোরে
তোমার দেখা নাইবা পেলে
যাই যে আমি ম'রে।
তোমার নামে চাঁদের আলো
খিলখিলিয়ে হাসে
তোমার নামে হাঁসগুলো সব
বিলের জলে ভাসে ।
সেই যে সেদিন বইমেলাতে
দিলাম তোমায় মন
আজও আছে বাঁধা সে মন
ফিরবে না আর ক্ষণ।
দিবানিশি মনে আমার
করো বিচরণ
অথচ কও হারিয়ে গেছি
কও যে অকারণ।
কেমন করে বুঝাই বলো
বুঝবে নাযে তুমি
তুমি ছাড়া বিরান আমার
বিরান সকল ভূমি।
মাঝে মাঝে কাজের ভীড়ে
হয়তো থাকি দূরে
তবুও যে মন পড়ে রয়
তোমার মনের ঘরে।
এরপরেও তোমার মনে
কেনো এতো কষ্ট
চেষ্টা করো বোঝার জন্য
কথা আমার পষ্ট।
যখন যেথা যাইনা কেনো
সদাই তোমার সনে
থাকবো আমি চিরকাল-ই
রেখো প্রিয়া মনে।
ভুল কোরোনা ভুল বুঝোনা
ঠিকই তোমার আছি
থাকবো আমি ঠিকই তোমার
সুখের তরে বাঁচি।