আমার হৃদয়ের প্রতিটা শিরা উপশিরা
শুধুই তোমার কথা বলে
স্পন্দিত হয় হৃদয় আমার
শুধুই তোমার নামে
সদা সর্বদা সারাক্ষণ প্রতি ক্ষণে ক্ষণে
হলদে নিম জারল জাম গাছটাও শুধুই তোমার কথা বলে
তোমার মুখচ্ছবি সার্বিক অবয়ব আমি সদাই অবলোকন করি
ধারণ করি হৃদয়ে আমার শতো সাধনার ধন
তুমি দূরে থেকে ও আমার সাথে কথা ব'লে যাও নিরন্তর
য্যানো তুমি হাত ধ'রে মুখোমুখি কথা বলছো আমার সাথে
পাশাপাশি হেটে যাচ্ছো বঙ্গোপসাগর থেকে আটলান্টিকের তীরে
আমার নিশ্বাস আর বিশ্বাসে একাকার হয়ে
মিশে আছো তুমি
তুমি যে আমার জীবনের এক অবিচ্ছেদ্য নাম
আমার শরীর দেহ মন রক্তে লেখা আছে
শুধুই তোমার নাম
আর কারো নাম নেই হৃদয়ে সঞ্চিত আমার!