তোমার জন্য কাব্য করি লিখি তোমার জন্য
তোমার জন্য লিখেই আমি হইযে অনেক ধন্য।
কাব্য আমার প'ড়ে তুমি অনেক খুশী হও
কথায় কথায় সে কথা যে আমায় তুমি কও ।

আমি যদি না লিখি তো মনটা খারাপ করো
লিখলে তোমার মনটা আবার হয়যে সরো বরো।
তোমার মুখে সদাই দেখি ক্লিওপেট্রার হাসি
হাসির মাঝে লুকিয়ে আমি তোমায় ভালোবাসি।

তোমার জন্য ভাষা আমার আসে আকাশ থেকে
তোমার জন্য আশা আমার জাগে মনের থেকে।
কোথায় রাখি আমার খুশী তোমার খুশীর পর
আমার খুশী তোমার খুশী শুধুই খুশীর ঘর।

আনন্দে হও আত্মহারা কাব্য পড়ার পর
এমন খুশী হওগো তুমি নাইযে ধরার পর।
স্রোতস্বিনী নদী গাহে স্রোত ধারার গান
তানপুরা আর হারমোনিয়াম ধরে সুরের তান।

কাব্য তুমি না পড়লে কাব্য যে আর হয়না
কোকিল শুধু ডেকেই যায় কোকিলা গান গায়না।
তুমি কাব্য না পড়লে কাহার তরে লিখবো
কাহার চুলের সুবাসে ঐ কাব্য নিয়ে ভাববো।



বাংলা-১৫ চৈত্র ১৪২৮
ইংরেজী-২৯-০৩-২০২২
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ